• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করে ইতিহাসের পাতায় বাংলাদেশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

 


মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৫০৮ রান করার পর ব্যাটিংয়ে নেমেই নাস্তানাবুদ হয় ওয়েস্ট ইন্ডিজ। শুধু তাই নয়, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সৌজন্যে টেস্ট ক্রিকেটে দীর্ঘ ১২৮ বছরের রেকর্ড ভেঙে বাংলাদেশ গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো কোনো ইনিংসের প্রথম পাঁচ ব্যাটসম্যানকেই বোল্ড করে এই রেকর্ড গড়ে লাল-সবুজের দল। 

শনিবার ঢাকা টেস্টের দ্বিতীয় ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যাকেই বোল্ড করেন বাংলাদেশের বোলাররা। যার মাধ্যমে ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখালো বাংলাদেশ। নাম উঠেছে ওয়েস্ট ইন্ডিজেরও। তবে সেখানে তাদের নাম থাকবে প্রতিপক্ষ হিসেবে।
১২৮ বছরের মধ্যে প্রথম হলেও টেস্ট ক্রিকেটের কোনো ম্যাচে এই নিয়ে তৃতীয়বার কোনো ইনিংসের প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড হলেন। এর আগে ১৮৭৯, ১৮৯০ সালে কোনো ম্যাচের কোনো ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড হয়েছিলেন।

এমন ঘটনা প্রথম ঘটে ১৮৭৯ সালে। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে। ওই ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটসম্যানই বোল্ড আউট হয়েছিলেন।

এরপরের ঘটনা ১৮৯০ সালে। ওভালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে। ওই ম্যাচের তৃতীয় ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রথম সাত ব্যাটসম্যানই বোল্ড আউট হন।