• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা আত্মসাৎ, দুই কনস্টেবল বরখাস্ত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ মে ২০২৪  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একজনের কাছ থেকে টাকা আত্মসাৎ এর অভিযোগে শহীদুল ইসলাম ও তানজিনা আক্তার নামে দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ (১১ মে) দুপুরে প্রেস নোটের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরে পুলিশ নিয়োগ পরীক্ষায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের মোস্তফাপুর ছোট বাড্ডা গ্রামের রবি দাসের ছেলে রতন দাসের কাছ থেকে ১৪ লাখ টাকা নেন কনস্টেবল তানজিনা ও শহীদুল। পরে রেজাল্ট দিলে চাকরি না হওয়ায় তাদের বিরুদ্ধে মাদারীপুর জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী রতন দাস। সেই অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় গত ৯ মে অভিযুক্ত দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ফকির বলেন, মাদারীপুর জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী রতন দাস। সেই অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় তাদের মাদারীপুর জেলায় কর্মরত কং/১৭৩ শহিদুল ইসলাম ও নারী কং/৩৭৮ তানজিলা আক্তার দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।