• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ৫টি উপজেলায় ১ হাজার ছাতা ও পানির পট বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ মে ২০২৪  

নতুন করে আবারও তাপপ্রবাহ বাড়তে শুরু করায় আবহাওয়া অধিদপ্তর দুই দিনের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করায় এবং জেলা প্রশাসক পদের ২৫২ বছর পূর্তি উপলক্ষে ‘‘ঐতিহ্য প্রাচীন, সেবায় অগ্রগামী’’ এই স্লোগানকে লক্ষ্যে মাদারীপুরের জেলা প্রশাসক সাধারণ মানুষ, কৃষক ও রিকশাচালকদের মাঝে পৃথকভাবে পৃথকস্থানে ৫টি উপজেলায় ১ হাজার ছাতা ও পানির পট বিতরণ করেছে।

প্রথমে জেলা প্রশাসকের উদ্যোগে তার কার্যালয়ের সামনে এসব উপকরণ বিতরণ শুরু করে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

এরপর গতকাল মাদারীপুর সদর, কালকিনি , রাজৈর , শিবচর ও ডাসারে পৃথকভাবে ৫টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই ছাতা ও পানির টপ বিতরণ করেছে। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।