• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

উইন্ডিজ সিরিজে সব আম্পায়ারই বাংলাদেশের

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

করোনাভাইরাসের কারণে খেলা পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ অফিসিয়ালদের যাতায়াতের পাশাপাশি কোয়ারেন্টাইনসহ নানা বিষয় বিবেচনা করে হোম সিরিজে স্থানীয় আম্পায়ারদের নিয়ে ম্যাচ পরিচালনার অনুমতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই কারণে উইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশি আম্পায়াররাই সব ম্যাচ পরিচালনা করবেন।

সোমবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বিসিবি। হোমে এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুলের অভিষেক হতে যাচ্ছে। এছাড়া ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল ও তানভীর আহমেদ।

সাবেক জাতীয় ক্রিকেটার সৈকত ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই আম্পায়ারিং করবেন। প্রথম ম্যাচে তার সহযোগী হচ্ছেন মাসুদুর রহমান মুকুল, দ্বিতীয় ম্যাচে গাজী সোহেল ও শেষ ম্যাচে তানভীর আহমেদ।

টিভি আম্পায়ার হিসেবে ২ ম্যাচে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল (১ম এবং তৃতীয়)। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টিভি আম্পায়ার থাকবেন মুকুল। এছাড়া রিজার্ভ আম্পয়ার হিসেবে সর্বোচ্চ ২ ম্যাচ বরাদ্দ পেয়েছেন তানভীর আহমেদ, ১ ম্যাচ বরাদ্দ পেয়েছেন মুকুল।