• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, খেলা কবে ও কখন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪  

দক্ষিণ আফ্রিকার মাটিতে গড়িয়েছে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এরই মধ্যে রোববার শেষ হয়েছে প্রথম পর্বের খেলা। যেখানে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা।
সুপার সিক্সে লড়াই করেই সেমিফাইনালের টিকিট কাটতে হবে টাইগার যুবাদের। যদিও প্রথম পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের কাজটা সহজ হবে না।এবারের আসরের ফরম্যাট অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬ দলের মধ্যে ১২টিরই জায়গা হয়েছে সুপার সিক্সে। আর ৬টি দল নিয়ে দুটি গ্রুপ করা হয়েছে।
গ্রুপ ওয়ানে আছে বাংলাদেশ। গ্রুপে মোট ৬টি দল থাকলেও প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। বাংলাদেশের সেই দুই প্রতিপক্ষ হচ্ছে নেপাল ও পাকিস্তান।

পার সিক্সে ‘এ’ গ্রুপের তিন দলের সঙ্গী হয়েছে ‘ডি’ গ্রুপ থেকে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দ্বিতীয় হয়ে আসা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অপর গ্রুপের প্রথম ও তৃতীয় দলকে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি, প্রতিপক্ষ নেপাল। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ৩ ফেব্রুয়ারি। প্রথমটি ব্লুমফন্টেইনে, পরেরটি বেনোনিতে।