• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪  

দীর্ঘদিন যাবৎ চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। বিপিএলের আগমুহূর্তে অনুশীলন করতে গিয়ে চোখের রেটিনার সমস্যা উপলব্ধি করেন তিনি। এ সময় বিপিএলের শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। গত ১৪ জানুয়ারি রেটিনার চিকিৎসা করাতে লন্ডনে যান এই অলরাউন্ডার।
সেখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে দেশে ফেরেন সাকিব। এরপর শুক্রবার মাঠে নেমে পড়েন অনুশীলনে। শনিবার রংপুরের হয়ে খেলেন বিপিএলের প্রথম ম্যাচও। কিন্তু আবারও সাকিবের চোখের সমস্যা দেখা দিয়েছে। তাই এবার ডাক্তার দেখাতে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।

চোখের ডাক্তার দেখাতে সাকিবকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২১ জানুযারি) দুপুর ১টায় দেশটির উদ্দেশে উড়াল দেবেন টাইগার অধিনায়ক। বিসিবি সূত্র শনিবার (২০ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে।

মিরপুরে চলছে বিপিএলের প্রথম পর্বের খেলা। সাকিব কবে দেশে ফিরবেন, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তাই বিপিএলের ঢাকার প্রথম পর্বের বাকি ম্যাচগুলোতে তিনি অনিশ্চিত। তবে সিলেট পর্বে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তার দল রংপুর রাইডার্স।

এদিকে শনিবার (২০ জানুয়ারি) টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলেছেন সাকিব। প্রথম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছে তার দল। ম্যাচে ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন সাকিব।

এদিন মাত্র ২ রান করে খালেদ আহমেদের বলে বোল্ড হয়েছেন সাকিব। বল হাতে অবশ্য দারুণ করেছেন টাইগার অধিনায়ক। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। তবে সেটা দলকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না।