• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  


জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা ও জনগণের ক্ষমতায়নের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। যাচাই বাছাইয়ের পর জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কামাল হোসেন নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে বলেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রাক্কালে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও সব প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পোলিং এজেন্টরা যাতে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারে তার ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে ভাষার ব্যবহারে আরো সংযত হওয়ার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।

এতে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, গণফোরামের কার্যকরী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।বাসস