• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শিবচরে ৭টি মোবাইল ফোন উদ্ধার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের জানাজার নামাজে মসুল্লিদের মোবাইল চুরি করার সময় জনতার হাতে আটক হয় সুমন (৩০) ফকির নামের একজন।  পরে সেখান থেকে পুলিশ তাকে  উদ্ধার করে জিজ্ঞাসা বাদে তার দেয়া তথ্যমতে চুরি হওয়া বিভিন্ন ব্রান্ডের ৭টি মোবাইল ফোন উদ্ধার করে। আজ (৯ আগস্ট) বুধবার দুপুরের শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত সুমন ফকির  মাদারীপুরের সদরের ঘটকচর এলাকার মোতালেব ফকিরের ছেলে। আটককৃত সুমনের দেয়া তথ্য মতে যাদের নিকট হতে মোইল উদ্ধার করা হয়েছে তারা হলেন-শরিয়তপুরের নড়িয়ার রাজনপাড়া গ্রামের ছামচুল হকের ছেলে শাহজাহান, ফেনির  জসিম, ও ঢাকার পল্লবী এলাকার আনিচ।

এবিষয় মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল)  আনিসুর রহমান বলেন,‘ জানাজার নামাজে উপস্থিত মসুল্লিদের চুরি হওয়া ৭টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এঘটনা আমরা একজনকে গ্রেফতার করেছি তার দেয়া তথ্য মতে মোবাইল উদ্ধার সহ একাজে জড়িত থাকায় আরো ৪জনের বিরুদ্ধে শিবচর থানায় একটি চুরির মামলা প্রক্রিয়াধীন।