• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

`হেফাজতে ইসলাম বিএনপির বি টিম হয়ে কাজ করছে`- চিফ হুইপ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১  

শিবচর প্রতিনিধিঃ হেফাজতে ইসলাম বিএনপির বি টিম হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। তিনি বলেন,' আন্দোলন করেন আপনারা (হেফাজত ইসলাম)  আর গাড়িতে আগুন দেয়ার হুকুম দেয় বিএনপি। এতেই প্রমান হয় এরা বিএনপির বি টিম হয়ে কাজ করছে।'

সোমবার(২৯ মার্চ) দুপুরে শিবচরে পদ্মা সেতুর রেল লাইনের ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরন অনুষ্ঠানে চিফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।

চেক বিতরনী অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, 'ভারতের প্রধানমন্ত্রীর আসায় ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে। ধর্ম ব্যবহার করে রাজনীতি বঙ্গবন্ধু বন্ধ করে দিয়েছিল সংবিধানে। জিয়াউর রহমানের বিএনপি ও জাতীয় পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করার সুযোগ করে দেয়। তারা রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধীদের কোথায় বসায় নাই? প্রধানমন্ত্রী,স্পীকার, মন্ত্রী, এমপি বানিয়েছে। রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে।  অথচ মসজিদ মাদ্রাসায় যা করেছে বঙ্গবন্ধু আর শেখ হাসিনাই করেছে।'

তিনি বলেন,' প্রতিটি উপজেলায় কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ করে দিচ্ছে। করোনাকালে শেখ হাসিনাই মসজিদ মাদ্রাসায় খাবার ও টাকা দিয়েছেন। ধর্ম ব্যবহার করে যারা এমপি মন্ত্রী হয়েছিল কেউ কিন্তু কওমী মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেয়নি । প্রধানমন্ত্রী শেখ হাসিনাই স্বীকৃতি দিয়েছে।'

শান্তিপূর্ন পরিবেশ বজায় থাকায় চীফ হুইপ শিবচরের আলেমদের ধন্যবাদ জানিয়ে আরো বলেন, 'যে আন্দোলন করা হচ্ছে, তার যুক্তি কি ? তারা বলছে ভারতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে তাই তারা ভারতের প্রধানমন্ত্রীর আগমনে প্রতিবাদ করছে। আপনারা যদি এতই ধর্মভীরু হয়ে থাকেন, ভারতে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে যদি আমাদের ছেলেদের আন্দোলনে নামাতেই পারেন। তাহলে সাহস করে মায়ানমার যান না কেন ? অসংখ্য মুসলমানদের হত্যা করলো লাখ লাখ মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দিলো।'

চিফ হুইপ বলেন,' মুসলমানদের যদি কেউ অত্যাচার করে থাকে তাহলে সবচেয়ে বেশি করেছে মিয়ানমার। এখনো সেখানেই বেশি অত্যাচার হচ্ছে। সেখানে প্রতিদিন মুসলমানদের হত্যা করা হচ্ছে। এদেশে গাড়ি না পুড়িয়ে পারলে সেখানে গিয়ে প্রতিবাদ করেন!'

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো.গোলাম মোস্তফা রাসেল পিপিএম ,উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান , উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর ঘোষসহ অন্যরা।