• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কালকিনিতে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ জুন ২০২০  

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব ৮। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডাসার এলাকার সনমান্দী গ্রাম এলাকা থেকে বাবু মাদবর(২৫) নামের এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে ৩শত ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল ডাসার এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত বাবু মাদবর ডাসার থানার ছোট বনগ্রাম এলাকার জলিল মাদবরের ছেলে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করেন।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার ডাসার থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।  আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার ডাসার থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে মাদারীপুর জেলার ডাসার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।