• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস, মৃত ৪৭২৪১, গুরুতর ৩৫৪৭৮; আক্রান্ত ৯ লক্ষাধিক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার সাতশ ৫১ জন। তার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ৯৪ হাজার দু'শ ৮৬ জন। জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার দু'শ ৪১ জন। আক্রান্তদের মধ্যে ৩৫ হাজার চারশ ৫৮ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছে আট হাজার আটশ ৭৮ জন। এখন পর্যন্ত প্রাণ গেছে পাঁচ হাজার একশ ১০ জনের। আক্রান্তদের মধ্যে পাঁচ হাজার পাঁচ জনের অবস্থা গুরুতর।

এদিকে ইতালিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ১০ হাজার পাঁচশ ৭৪ জন হলেও তুলনামূলক মারা গেছে অনেক বেশি। সে দেশে এখন পর্যন্ত ১৩ হাজার একশ ৫৫ জন মারা গেছে এবং গুরুতর অবস্থায় আছে চার হাজার ৩৫ জন।

স্পেনে এক লাখ চার হাজার একশ ১৮ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৯ হাজার তিনশ ৮৭ জন। অন্যদিকে জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার নয়শ ৮১ জন। তবে মারা গেছে নয়শ ৩১ জন।