• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১২৭ যাত্রী নিয়ে মাঝ আকাশে জ্বালানি শেষ, অতঃপর...!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

 

একেই বলে উদাসিনতা। কারণ মাঝ আকাশে গিয়ে পাইলট ও অন্যান্যরা বুঝতে পারলেন প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেই উড়োজাহাজে। তাই উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করতে হলো জ্বালানি নেওয়ার জন্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে কলকাতা বিমানবন্দরে।

জানা গেছে, ভারতের দিল্লি থেকে রাঁচি যাচ্ছিল ওই উড়োজাহাজটি। ১২৭ জন যাত্রী ছিল। কলকাতার উপর দিয়ে যাওয়ার সময় পাইলট বুঝতে পারেন, উড়োজাহাযে প্রয়োজনীয় জ্বালানি নেই। এরপর উড়োজাহাজটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। শেষে জ্বালানি ভরে উড়োজাহাজটি আবার রাঁচির উদ্দেশে উড়ে যায়।

কিন্তু ঘটনার পরপরই প্রশ্ন উঠেছে বিমান সংস্থার পেশাদারিত্ব নিয়ে। ১২৭ জন যাত্রীর প্রাণের ঝুঁকি কীভাবে নিতে পারলেন তারা, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, কিছুদিন কয়েক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের দ্বিতীয় দিনে কলকাতা বিমানবন্দরে ঘটে যায় নজিরবিহীন ঘটনা। বিমানে বোমাতঙ্কের জেরে মুম্বইগামী একটি উড়োজাহাজ ১১৪ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছিল কলকাতা বিমানবন্দরে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে যায়।