• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ

জন্মদিনে এমবাপ্পের কফিন বানিয়ে পোড়ালেন আর্জেন্টাইনরা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

সম্প্রতি শেষ হওয়া ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার সম্ভাবনাময় সহজে বাগরা দেয় ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের দ্বিতীয়র্ধের শেষের দিকে মাত্র ৩মিনিটে ২টি গোল করে বসেন এমবাপ্পে। অতিরিক্ত সময়েও মেসির সঙ্গে টক্কর দেন ফ্রান্সের এই ফুটবলার। ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।

শেষ পর্যন্ত ট্রাইবেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা শিরোপার স্বাদ পেলেও সেই উত্তেজনা বিরাজ করছে দলটির সমর্থকদের মধ্যে। দুই দলের সমর্থকরা আরেকপক্ষকে যেন চরম অপমান করেই শোধ নিতে চাইছে। হারের শোধ নিতে মেসির পিএসজি জার্সিকে পানশালার দরজার সামনে পাপোশ বানিয়ে পা মুছেছে ফরাসিরা।

অপরদিকে, আর্জেন্টাইন সমর্থকরাও কম যান না। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের পুতুল বানিয়েও উদ্‌যাপনে মেতেছে। এছাড়া আরো এক অবকা করা কাণ্ড করেছে আর্জেন্টিনার সমর্থকেরা। এমবাপ্পের মুখ এঁকে কাঠের কফিন বানিয়ে পুড়েছেন।

কফিন পুড়ানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার সমর্থকেরা এমবাপ্পের ক্রস আঁকা কফিন বানিয়ে পুড়াচ্ছেন। আর সোল্লাসে নাচছেন এবং আর্জেন্টিনার পতাকা ওড়াচ্ছেন তারা। কেউ কেউ চিৎকার করে বলছেন, এমবাপ্পের ২৪তম জন্মদিনের উপহার এটা।

গতকাল ছিল ফরাসি এমবাপ্পের ২৪তম জন্মদিন। ১৮ ডিসেম্বর শিরোপা জিতে জন্মদিনটা রাঙাতে চেয়েছিলেন এমবাপ্পে। তার জন্য ফাইনালে হ্যাটট্রিক করেছেন। কিন্তু ফাইনালে চার গোল করেও ট্রাজিক হিরো হয়ে রইলেন পিএসজি তারকা।