• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

এই জলপ্রপাতের পানি নিচের বদলে উপরের দিকে বহে (ভিডিও)

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

জলপ্রপাতের পানি সর্বদা নীচের দিকে প্রবাহিত হয় এটাতো সবার জানা। তবে পৃথিবীতে এমনও জলপ্রপাত আছে যার পানি নিচে প্রবাহিত হওয়ার পরিবর্তে উপরের দিকে উঠে যায়। জলপ্রপাতটির অবস্থান আয়ারল্যান্ডে। 

জলপ্রপাতটির ভিডিও সামাজিক মাধ্যম ইউটিউবে প্রকাশিত হয়েছে। জলপ্রপাতটি সমুদ্র তীরবর্তী এক পাহাড়ের ঢালে অবস্থিত। এর নিচে গভীর খাদ। নীচে সাগর পাড়ে এসে ধাক্কা দিচ্ছে সমুদ্রের জলরাশি। জলপ্রপাতে স্বাভাবিক ভাবে পানি যে রকম নীচে নামে এখানে তেমনটা দেখা যাচ্ছে না। এখানে জলপ্রপাতের পানি যেন উপরে উঠে আসছে।

এই জলপ্রপাতে বাতাসের প্রভাবে এমনটা হচ্ছে। সমুদ্র থেকে প্রচণ্ড বেগে ধেয়ে আসা বাতাসের ধাক্কায় জলপ্রপাতের পানির একটা বড় অংশ উড়ে উপরে চলে আসছে। এটি আয়ারল্যান্ডের ক্লিফ্ট অব মাদারের অবস্থা। আয়ারল্যান্ডের পূর্ব উপকূলের বাতাস বরাবরই জোরালো। সেই বাতাস মাঝে মাঝে এত জোরে বয় যে, পানিকে উড়িয়ে উপরে নিয়ে আসে। পাহাড়ি রাস্তা পেরিয়ে অনেক পর্যটকই এখানে ছুটে আসেন জলপ্রপাতটি দেখতে।