• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আগস্টে রেমিটেন্স ১ হাজার ৯৬৩ মিলিয়ন ডলার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০  

করোনা মহামারীর মধ্যেও প্রবাসীরা চলতি বছরের আগস্ট মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ৫১৯ দশমিক ১৮ মিলিয়ন ডলার বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) প্রবাসীরা পাঠিয়েছেন ৪ হাজার ৫৬৩ দশমিক ৪৮ মিলিয়ন ডলারের রেমিটেন্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, আগস্ট মাসে প্রবাসীরা ১ হাজার ৯৬৩ দশমিক ৯৩ মিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫১৯ দশমিক ১৮ মিলিয়ন ডলার বেশি। ২০১৯ সালের আগস্টে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১ হাজার ৪৪৪ দশমিক ৭৫ মিলিয়ন ডলারের রেমিটেন্স।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে রেমিটেন্স কমেছে ৬৩৫ দশমিক ৬২ মিলিয়ন ডলার। জুলাই মাসে প্রবাসীরা ২ হাজার ৫৯৯ দশমিক ৫৫ মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।

আবার আগের অর্থবছরের একই সময়ের হিসাবে রেমিটেন্স বেড়েছে ১ হাজার ৫২১ দশমিক শূন্য ৪ মিলিয়ন ডলার। ২০১৯-২০ অর্থবছরের প্রথম দুইমাসে (জুলাই-আগস্ট) প্রবাসীরা ৩ হাজার ৪২ দশমিক ৪৪ মিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিটেন্স বাড়ায় সরকার ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে। একই সঙ্গে করোনা মহামারীর কারণে প্রবাসে থাকা শ্রমিকরা নিজেদের কাছে কোনো অর্থ না রেখে দেশে পাঠিয়ে দিচ্ছেন। এসব কারণে গত কয়েক মাস ধরেই রেমিটেন্সের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।