• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৩৬৯ কোটি টাকা ব্যয়ে পাগলার পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩  

ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় পাগলা ক্যাচমেন্টের পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নে তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়ে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৬৯ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৬৭৮ টাকা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৪২তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় পাগলা ক্যাচমেন্টের পশ্চিমভাগের অর্ধেক এলাকা পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের পূর্ত কাজ যৌথ উদ্যোগে জিপসাম, তিয়ানেন এবং হেফেই এর কাছ থেকে ৩৮৩ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৮৫২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় পাগলা ক্যাচমেন্টের পশ্চিমভাগের পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নের পূর্ত কাজ যৌথ উদ্যোগে সিসিইসিসি, হোনেস ও এসএমইডিআই এর কাছ থেকে ৬২৩ কোটি ২০ লাখ ৯০ হাজার ৯৩২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় পাগলা ক্যাচমেন্টের পূর্বভাগের পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এর পূর্ত কাজ যৌথ উদ্যোগে এইচআইসিসি, টিসিইএল এর কাছ থেকে ৩৬২ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৮৯৪ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।