• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য ৩০ জানুয়ারি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

রাজধানীর দারুস সালাম থানার গাড়ি ভাঙচুরের মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর বিচারক মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। তবে আজ কোনো সাক্ষী না আসায় আদালত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৩০ জানুয়ারি দিন ধার্য করেন।  

গত বছরের ২৪ সেপ্টেম্বর আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথমদিন সাক্ষ্য দেন মামলার বাদী প্রদীপ কুমার সাহা। মামলায় মোট সাক্ষী করা হয়েছে নয়জনকে।

মামুনুল হকের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন এ তথ্য নিশ্চিত করেছেন ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত ৪০০-৫০০ জন নেতাকর্মী সকাল অনুমান ৬টা ৩০ মিনিটের সময় লাঠিসোঁটাসহ সজ্জিত হয়ে গাবতলী এলাকায় মিছিল বের করে। এরপর গাবতলীর আল্লাহর দান হোটেলের সামনে পৌঁছে গাবতলী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে গাড়ির সামনের এবং পাশের গ্লাস ভাঙচুর করে গাড়ির আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি করে এবং আটটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় দারুস সালাম থানার এসআই প্রদীপ কুমার সাহা বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সালের পেনাল কোডের ১৪৩/৩৪১/১৪৭/১৪৮/১৪৯/১২৩ ধারা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ধারার অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ২৮ সেপ্টেম্বর ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর ২০১৮ সালের ২৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত।