• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

রংপুর ও জামালপুরে হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

রংপুর ও জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে। এজন্য ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২২’ ও ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২২’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দুটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হয়।

সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের মধ্যম এবং পূর্বাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই জীবনযাত্রার মানোন্নয়নে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন অনুমোদিত হয়েছে। এই আইনে মোট ২২টি ধারা রয়েছে।’

এই একাডেমি ২১ সদস্য বোর্ডের অধীনে থেকে কাজ করবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বোর্ডের চেয়ারম্যান হবেন পদাধিকার বলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী। আর মহাপরিচালক হবেন একজন যুগ্ম সচিব বা তার উপরের পদমর্যাদার সরকারি কর্মকর্তা।’

‘এটির একাডেমিক গবেষণা পরিচালনায় সরকারের অনুমোদনক্রমে দেশি-বিদেশি, আন্তর্জাতিক গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ কর্মসূচি গ্রহণ, পল্লী উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মাস্টার্স ডিগ্রি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং কোর্স প্রবর্তন করতে পারবে। অন্যান্য আইনের মতো বেশকিছু বিধি প্রণয়নের ক্ষমতা দিয়ে আজকের মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদন দিয়েছে।’

‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমী, রংপুর আইন ২০২২’ এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটিও ঠিক আগের আইনের মতোই। এই আইনে মোট ২২টি ধারা রয়েছে। এটিও ২১ সদস্য বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে। এই প্রতিষ্ঠান বিভিন্ন গবেষণা কার্যক্রম এবং গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ডগ্রি প্রদান করবে।’