• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

করোনা মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি আছে: মন্ত্রিপরিষদ সচিব

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

করোনার নতুন ধরন মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএফ.৭ এর সংক্রমণ ঠেকাতে চীনসহ চার দেশ থেকে আসা যাত্রীদের স্থল, নৌ ও বিমানবন্দরে বিশেষ পরীক্ষা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিসভা বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোভিডের বিষয়ে আমরা অবহিত করেছি, যেটা গতকাল সচিব সভায় আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেটাই আজ মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীকে আমরা অবহিত করেছি।’

তিনি বলেন, ‘আমাদের প্রথম পদক্ষেপ আমরা যেটা নিয়েছি সেটা হলো আমাদের বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দর যেগুলো আছে সেগুলোতে, যে দেশগুলোতে বিশেষ করে এই নতুন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে সে দেশের নাগরিক যারা আসবেন তাদের পৃথকভাবে পরীক্ষা করে তবেই ঢোকানো হচ্ছে।’

‘গতকাল এ নির্দেশনা জারির পর ঢাকায় বিমানবন্দরের চারটি বুথে এ কার্যক্রম শুরু হয়েছে এবং চারজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। আমরা ইমিডিয়েট অ্যাকশনে চলে গিয়েছি এবং কাজ শুরু করেছি। আমাদের এটা ছিলই, প্রকোপ কমে যাওয়ার কারণে বন্ধ ছিল এখন আমরা এগুলো আবার চালু করছি।’

কবির বিন আনোয়ার বলেন, ‘আমাদের প্রাথমিক পদক্ষেপ যে বাইরে থেকে না (করোনা আক্রান্তরা) আসতে পারে। মূলত চারটি দেশের (করোনা সংক্রমণ বেড়ে গেছে) কথা আমরা জানি। এরমধ্যে চীন আছে। তবে অন্য দেশগুলোর নাম এই মুহূর্তে বলতে পারছি না।’

‘সবকিছু মিলিয়ে দেখলে বলা যায় আমরা করোনা জয় করেছি। আমাদের চতুর্থ ডোজের টিকা চলছে। আবার যদি এ রকম পরিস্থিতি হয়, আমাদের প্রচুর হাসপাতালে হাইফ্লো অক্সিজেনসহ লাইফ সাপোর্ট ইকুয়েপমেন্ট আছে। প্রশিক্ষিত নার্স ও ডাক্তার রয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি মনে করি প্রস্তুতি আমাদের যথেষ্ট আছে। আমরা আপাতত প্রতিরোধের বিষয়টি বেশি দেখছি। নিশ্চয়ই ওই রকম পরিস্থিতি হলে আমরা এটাকে মোকাবিলার জন্য ঝাঁপিয়ে পড়বো।’