• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

`নির্বাচন পর্যন্ত ইজতেমার ময়দান থাকবে প্রশাসনের নিয়ন্ত্রণে`

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দান পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচনের পর আলোচনা করে সময় নির্ধারণ করে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলীগ জামাতের দুই গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগের মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা সা’দ অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও দুই পক্ষের শতাধিক অনুসারী আহত হয়।

এ ঘটনায় শনিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তাবলিগের দুই গ্রুপের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সভা হয়। সভায় সভপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা সা’দ ও ইব্রাহিম দুই গ্রুপের সংঘর্ষের ঘটানায় বিবাদ নিষ্পত্তি করতে ডাকা হয়েছিল এ সভা।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে তদন্ত চলবে অপরদিকে এ সময়ের মধ্যে দু’গ্রুপের বিবাদ নিষ্পত্তি করার উদ্যোগও নেয়া হবে।

সভায় মাওলানা সা’দ এর সমর্থিত গ্রুপের ওয়াসিফুর ইসলাম ও ইব্রাহিম দৌলা সমর্থিত গ্রুপের মাওলানা জুবায়ের হোসেনের পক্ষে আশরাফ আলী ও আব্দুল কুদ্দুস সভায় অংশ নেন।

প্রায় আড়াই ঘণ্টার সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ উপস্থিত ছিলেন।