• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

‘অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও পূর্নবাসনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের অনুন্নত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।

বুধবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলার অতিদরিদ্র জনগোষ্ঠীকে বিবিধ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত শাসনামলে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কেউ কাজ করেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক আবু জাফর। আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, সমাজ সেবা দফতরের রংপুর বিভাগীয় পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়। 

পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন পুষ্প বাংলাদেশ, রংপুর এর নির্বাহী পরিচালক নিশাত নাহার।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলার ৫টি উপজেলার ৩ হাজার সুবিধা বঞ্চিত অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও পূর্নবাসনে কম্পিউটার, আইটি, বিউটিফিকেশন, বেকারী ও চাইনিস রান্না, দর্জি বিজ্ঞান, ব্লক বাটিক এবং পশু পালনসহ সামাজিকব্যাধি দূরীকরণে সচেতনতা মূলক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।