• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সারাদেশে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে: পানি সম্পদ উপমন্ত্রী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ আগস্ট ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ পানি সম্পদ উপমন্ত্রী এ. কে. এম এনামুল হক শামীম বলেছেন, জরুরীভিত্তিতে কোন কাজ করার চেয়ে সরকার এখন গুরুত্ব দিচ্ছে কিভাবে স্থায়ীভাবে প্রকল্প প্রণয়ন করা যায়। সেই লক্ষ্যে নদী ভাঙ্গন রোধে সারাদেশে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে, পর্যায়ক্রমে স্থায়ী প্রকল্প হাতে নেয়া হচ্ছে। মাদারীপুরে গতকাল শুক্রবার সকালে শহর রক্ষা বাঁধের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে ত্রাণ সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী আরো বলেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ৮ হাজার কোটি টাকা প্রকল্প হাতে নেয়া হয়েছে। মাদারীপুরের শিবচরেও ৩শ’ ৯৪ কোটি টাকার প্রকল্প এখন টেন্ডারের অপেক্ষায় রয়েছে। এছাড়া মাদারীপুর শহর রক্ষা বাঁধ টেকসট ও মজবুত করতে ইতিমধ্যে টেকনিক্যাল কমিটি করে দেয়া হয়েছে, কমিটিই কাজ বাস্তবায়ন করবে। আগামী বর্ষার আগেই শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু হবে।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোর হুশিয়ারি দিয়ে পানি সম্পদ উপমন্ত্রী আরো বলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা। জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে, বালু উত্তোলনকারী যতবড় শক্তিশালী লোক হোক না কেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এএম আমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।