• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ জুন ২০২১  

শিবচর  প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে প্রাণিসম্পদ প্রদর্শণী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে এ প্রদর্শণী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান। শিবচর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শণীর আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রাণিসম্পদের উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তফা কামাল। 

তিনি বলেন,'প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শণীর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা এবং পরামর্শ ও চিকিৎসা গ্রহনের জন্য খামারিদের নিয়মিত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে আসতে উদ্বুদ্ধ করা।'

প্রদর্শণীতে অর্ধশত স্টল রয়েছে। স্টলগুলোতে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, মুরগী, কবুতর, টার্কি, অস্ট্রেলিয়ান ঘুঘুসহ নানা ধরনের পাখি প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও পশু-পাখির চিকিৎসা ও পরামর্শের জন্য ভেটেনারি চিকিৎসা ও ওষুধের স্টল রয়েছে।