• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

ছাত্রলীগকে গতিশীল করতে দেশের অলি-গলি চষে বেড়াবো: সা.সম্পাদক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, ছাত্রলীগকে গতিশীল করার জন্য সমগ্র বাংলাদেশের অলি-গলি চষে বেড়াবো আমরা। এটা যদি না করতে পারি তাহলে আমরা প্রধানমন্ত্রীর প্রকৃত কর্মী হতে পারবো না।

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

ইনান বলেন, আমরা যতদিন দায়িত্বে আছি, সারা বাংলাদেশে সম্মেলনের উৎসব হবে। আমরা নিয়মিত সম্মেলনের নিশ্চয়তা দিচ্ছি।

ছাত্রলীগের আর্থিক বিষয়াদি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগ করি। আমাদের অর্থনৈতিক তেমন বিষয় নেই, যেটুকু আছে তা আমাদের সদস্যদের নিয়মিত চাঁদা থেকে হয়ে যায়। ছাত্রলীগের পঞ্চাশ লাখ কর্মী মাসে দশ টাকা করে সাংগঠনিক চাঁদা দেয় বলে দাবি করেন তিনি।

শেখ ইনান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশ চষে বেড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক ছাত্রলীগকে গতিশীল করার জন্য সমগ্র বাংলাদেশের অলি-গলি চষে বেড়াবো। আর এটা যদি আমরা না করতে পারি তাহলে প্রধানমন্ত্রীর প্রকৃত কর্মী হতে পারবো না।

বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আঘাত-নির্যাতনের বিষয়ে তিনি বলেন, এ ধরনের কাজ ছাত্রলীগের কেউ সমর্থন করে না। আমাদের দায়িত্ব থাকাকালে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।