• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

অবৈধ নিকাহ রেজিস্টার করায় যুবক গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে আইন বহিঃর্ভুত নিকাহ রেজিস্টারি সম্পাদন করার কাজে জড়িত থাকায় আরিফ ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার। উপজেলার টেকেরহাট বন্দরের কাচা বাজার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এবং ২৭  অক্টোবর রাতে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী নুরুল ইসলাম বাদী হয়ে রাজৈর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সে একই এলাকার মরহুম মাওলানা আব্দুস ছোবাহানের (নিকাহ রেজিস্টার) ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে তার বাবা নিকাহ রেজিস্টার মাওলানা আব্দুস ছোবাহান মারা যাবার পর থেকে অবৈধ ভাবে নিকাহ রেজিস্টারীর নামে জনগনের সাথে প্রতারণা করে আসছিল। বেশ কিছুদিন আগে ফয়সালের কাছে তাহমিনা নামে একটি মেয়ে তার কাবিনের নকল নিতে আসে। এসময় ফয়সাল তার কাছে ৪ হাজার টাকা দাবি করে এবং ১০-১২ দিন লাগবে বলে জানায়। এক মাস ঘোরার পরেও কাবিনের নকল না পেয়ে তাহমিনা উপজেলায় মহিলা বিষয়ক অফিসে এসে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মহিলা বিষয়ক অফিসার বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তারকে অবহিত করলে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে তাকে গ্রেপ্তার করেন। একইসাথে তার ঘর থেকে নিকাহ রেজিস্টারির ১১২টি বই ও ৪টি সিল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল মহিলা বিষয়ক অফিসের দায়িত্বে রাখা হয়েছে।