• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে শিবচরে প্রতিরোধ সমাবেশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০  

শিবচর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সম্মান রক্ষায় ও ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শিবচরে প্রতিরোধ সমাবেশ করেছে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টা শিবচর উপজেলার ইলিয়াস আহম্মেদ চৌধুরী অডিটরিয়ামে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপত্বিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাংক ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা অনুপ রায়সহ সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সরকারী কর্মকর্তারা বলেন, ‘জাতির পিতার জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। আর এদেশ স্বাধীন না হলে আমরা স্বাধীনভাবে চলতে পারতাম না। আজ আমরা যেই সরকারী চাকুরি করি তাও করতে পারতাম না। যারা বাংলাদেশ অস্বীকার করে তারাই বঙ্গবন্ধুকে অস্বীকার করে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,‘জাতির পিতাকে অবমাননা অথবা জাতির পিতার স্মৃতি চারণে গড়া ভাস্কর্যের অপমান করা হলে আমরা সরকারী কর্মকর্তারা তা কঠোরভাবে প্রতিরোধ করবো। জাতির পিতার অসম্মান আমরা মেনে নেবো না। বঙ্গবন্ধু সবার উর্ধ্বে। বঙ্গবন্ধুকে অপমান করার মানে হলো বাংলাদেশকে অস্বীকার করা।’