• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে বিনামূল্যে পানির সেচযন্ত্র, সার ও বীজ বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ জুন ২০২০  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে ১০ টি এলপি (পানির সেচ যন্ত্র) ও ২০টি সোলার লাইট ট্রাপ বিতরন করা হয়েছে। এসময় ২০১৯-২০ অর্থবছরে খরিপ-/ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষে প্রদর্শীভুক্ত ৪৮০ জন কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও জৈব সার, আন্তঃ পরিচর্যা ও বেড়া বাবদ ১,৯৩৫ টাকার চেক প্রদান, কৃষক গ্রুপের মাঝে, জৈব কৃষি, জৈব বালাই ব্যবস্থাপনা ১৫টি প্রদর্শনীর বীজ ও সার বিতরন করা হয়।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শাশ্বতী ছন্দা দেবনাথ, ডাসার এলাকার ইউপি চেয়ারম্যান কাজী সবুজ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ।