• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরের বাজারগুলোতে প্রশাসেন অভিযান, নিয়ন্ত্রনে এসেছে বাজার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর, রাজৈর ও শিবচর উপজেলার বিভিন্ন পেঁয়াজের বাজারে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। ৫ জন ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এতে তাৎক্ষনিকভাবে পেঁয়াজের দাম কমে গেল কেজিতে ৫০ টাকা।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার সময় রাজৈর উপজেলা নির্বাহি অফিসার সোহানা নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হঠাৎ টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে অভিযান চালায়। এসময় পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছিল। পরে বেশী দামে বিক্রি করার দায়ে ব্যবসায়ী  মোঃ খোকন খালাশীকে ৫০০০, শফিকুলকে ৫০০০, রিপনকে ৫০০০, চুন্নুকে ৩০০০ ও পলাশকে ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরেই দ্রুত পেঁয়াজের দাম কমে ১৫০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়। তাৎক্ষনিকভাবে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা কমে যাওয়ায় ক্রেতারা পেয়াজ কেনায় ব্যস্ত হয়ে পড়েন।