• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের একই মঞ্চে দুই সাংসদ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে অসহায় ৩ শতাধিক মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় একই মঞ্চে মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ উপস্থিত ছিলেন।
আজ রোববার দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ভক্তবাড়ি দূর্গা মন্ডপে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ব্যবসায়ী কমলেশ ভক্ত। অনুষ্ঠান শেষে নারীদের নতুন শাড়ি আর পুষদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সাংসদ বলেন, ‘জাতীয় নির্বাচনের পরে এই প্রথম একই মঞ্চে আমরা দুই জনপ্রতিনিধি। আমরা দুজনই বীর মুক্তিযোদ্ধা। এ সময় তিনি এলাকায় উন্নয়ন মূলক কাজের নানা প্রতিশ্রুতি দেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।’
বস্ত বিতরণ অনুষ্ঠানে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সভাপতি ও ব্যবসায়ী কমলেশ ভক্তর সভাপতিত্বে প্রধান বক্তা  হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াবদুর রহমান খান, মাদারীপুরের পুলিশ সুপার মো. মাহাবুব হাসান প্রমুখ।
সাংসদ আবদুস সোবাহান গোলাপ বলেন, কালকিনি উপজেলা ১৫টি ইউনিয়ন আর সদরের ৫টি ইউনিয়ন মিলিয়ে আমার নির্বাচনী এলাকায়। শারদীয় দূর্গা উৎসব হওয়ায় এখানে আসার সৌভাগ্য হয়েছে। দুই জন সংসদকে এক সাথে আমন্ত্রন জানানোর জন্য তিনি পুজার  আয়োজকদের ধন্যবাদ জানান।’