• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন নারীকে গাছে বেঁধে নির্যাতন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯  

মাদারীপুর সদর উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ছেলেধরা সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১২টার দিকে ভুক্তভোগী নারীকে বৈরাগীর বাজারে ঘুরতে দেখে স্থানীয় লোকজন। পরে ছেলেধরা সন্দেহে তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওই নারীর কথা-বার্তা অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আগামীতে যাতে কেউ ছেলেধরা সন্দেহে কাউকে নির্যাতন করতে না পারে সে বিষয়ে আমাদের মনিটরিং জোরদার করা হয়েছে।’