• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

শিবচরে ট্রেনের ধাক্কায় নিহত ১

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪  

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪৭নং বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি অনেক দিন ধরেই শিবচরের পাঁচ্চর, কুতুবপুর এলাকায় ঘোরাফেরা করতেন। তার নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। তবে তার আনুমানিক বয়স ৪০ বছর।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে দুর্ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি ট্রেন লাইনের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় মো. সায়েদ মোল্লা নামের এক ব্যক্তি বলেন, লোকটি মানসিক ভারসাম্যহীন। ওই এলাকা দিয়ে ঘোরাফেরা করেন। বিকেলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।