• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন

আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

জীবিত আরও দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। শনিবার (২৭ এপ্রিল) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছে।

প্রকাশিত ভিডিওর দুই জিম্মির একজন মার্কিন ও আরেকজন ইসরায়েলি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় বন্দি হন তারা। ভিডিওতে কোন তারিখ উল্লেখ নেই। তবে হামাসের হাতে জিম্মিরা এখনও বন্দী আছে, এটা তারই প্রমাণ।

ভিডিওতে, ৪৬ বছর বয়সী ইসরায়েলি নাগরিক ওমরি মিরান জানিয়েছেন, তাকে গত ২০২ দিন ধরে আটকে রাখা হয়েছে। আর ৬৪ বছর বয়সী মার্কিন নাগরিক কিথ সিগেল এই সপ্তাহের ছুটির দিনের কথা উল্লেখ করেছেন। এসব দেখে ধারণা করা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে।

কিথ সিগেল তার স্ত্রী আভিভাসহ হামাসের  হাতে বন্দি হয়েছিল। পরে অবশ্য নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় আভিভাকে মুক্তি দেওয়া হয়।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর, নতুন জিম্মি মুক্তি চুক্তি সুরক্ষিত করার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবার। এমনকি প্রকাশিত ভিডিওতে জিম্মি মুক্তি ও হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই দুই জিম্মি।

নতুন ভিডিওটি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে, যখন হামাস জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মধ্যস্থতাকারী মিসর স্থগিত আলোচনায় নতুন গতি দিতে ইসরায়েলে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে।

এই সপ্তাহের শুরুতে মার্কিন দম্পতির আরেকটি ভিডিও প্রকাশ করেছিল হামাস।