• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন-ইসরায়েল সীমান্ত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন-ইসরায়েল সীমান্ত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মেরন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এরপরই দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল।

সোমবার লেবননে হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতেই রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের মেরন আকাশ নিয়ন্ত্রণ ঘাঁটিতে রকেট হামলা করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমান জিবচিট, মনসুরি এবং অন্যান্য গ্রামে হিজবুল্লাহর সামরিক কম্পাউন্ড এবং অবকাঠামোতে হামলা করা হয়েছে।

এদিকে গাজায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। সেখানে ইসরায়েলি তাণ্ডব আরও বাড়ছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিনজন নিহত এবং আর তিনজন আহত হয়েছে। ফারা শরণার্থী শিবিরেও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আশা করছেন যে, আগামী সোমবারের মধ্যে নতুন যুদ্ধবিরতি হতে পারে। তিনি আরও বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে, আমরা যুদ্ধবিরতির কাছাকাছি আছি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। সেখানে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২৯ হাজার ৭৮২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭০ হাজার ৪৩ জন।