• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

গোয়াল-ঘরে তরুণীকে ধর্ষণের সময় দেখে ফেলেন ভাই, অতঃপর...

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পল্লীতে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার ১৪ দিন পর থানায় মামলা হয়েছে। মামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত সঞ্জিত কুমার উরাও (২২) তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের অজিত কুমার উরাওয়ের ছেলে। ভুক্তভোগী তরুণী (৩৩) একই এলাকার বাসিন্দা।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনার পর ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীর পরিবার থানায় না আসায় দেরিতে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে তরুণীর ছোট ভাই বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

ওসি বলেন, ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীকে মঙ্গলবার সকালে শারীরিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়। জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে নেয়া হবে।

ভুক্তভোগীর ছোট ভাই জানান, গত ২৩ অক্টোবর রাত ১০টার দিকে তার বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। অনেকক্ষণ পর তিনি ঘরে ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীর গোয়াল ঘরে গিয়ে তার বোন ও অভিযুক্ত সঞ্জিতকে আপক্তিকর অবস্থায় দেখেন। এ সময় অভিযুক্তকে ধরে চিৎকার করলে তিনি পায়ের স্যান্ডেল ও গেঞ্জি ফেলে পালিয়ে যান।

তিনি অভিযোগ করেন, ঘটনার পর সঞ্জিতের চাচা স্থানীয় ইউপি সদস্য মিলন চন্দ্র সরকার মামলা করতে বাধা দেন। গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার জন্য মাতব্বরদের নিয়ে কয়েক দফা বৈঠক করেন। কিন্তু কোনো সমাধান না হওয়ায় মামলা করতে দেরি হয়েছে। মামলায় সহযোগিতা করার মতো আমার পরিবারে কেউ নেই। আসামি প্রভাবশালী হওয়ায় মামলার পর পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে স্থানীয় মাধাইনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মিলন চন্দ্র সরকার জানান, অভিযুক্ত সঞ্জিত আর ভুক্তভোগী প্রতিবন্ধী তরুণী প্রতিবেশী। ঘটনাটি নিজেদের মধ্যে হওয়ায় গ্রাম্য সালিশে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু ভুক্তভোগী পক্ষের অসহযোগিতার কারণে সম্ভব হয়নি।