• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

প্রতিবন্ধীকে ধর্ষণের পর ভিডিও, ৯৯৯ এ ফোনে গ্রেফতার ২

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২  

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে রাজধানীর ডেমরায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক ঘটনায় রংপুরে এক শিশুকে ধর্ষণের পর আটকে রাখার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ এপ্রিল) ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার (মিডিয়া) এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় একজন কলার ডেমরা ডগাই ঈদ্গাহ মেলার মাঠ থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান তার অটোচালক ছোট ভায়ের প্রতিবন্ধী স্ত্রী দুদিন আগে ধর্ষণের শিকার হয়। অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে এলাকায় ছড়িয়ে দেয়। ভুক্তভোগী তরুণী বাকপ্রতিবন্ধী হওয়ায় এ বিষয়ে কাউকে বুঝিয়ে বলতে পারেনি। ভিডিও দেখে তারা ধর্ষণের ঘটনা জানতে পারেন। অভিযুক্তরা এলাকায় অবস্থান করছে।

৯৯৯ এর কলটেকার এএসআই ফেরদৌস ডেমরা থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। সংবাদ পেয়ে ডেমরা থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় ধর্ষণের অভিযোগে তাদের গ্রেফতার করে। এ বিষয়ে একটি মামলা করা হয়। গ্রেফতাররা হলেন- জালাল ব্যাপারী (৩৫) ও চান মিয়া (৩৮)।

এদিকে একইদিন বিকেলে সাড়ে চারটায় একজন কলার রংপুরের হারাগাছ থানাধীন সারা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড থেকে ৯৯৯-এ ফোন করে জানান, তার শিশুকন্যাকে এক ব্যক্তি ধর্ষণ করে আটকে রেখেছে। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ কলটি রিসিভ করে হারাগাছ থানায় জানিয়ে ব্যবস্থা নিতে বলেন।

খবর পেয়ে হারাগাছ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে ও ধর্ষণের অভিযোগে একই থানার মতিয়ারকে (৪৫) গ্রেফতার করে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।