• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

সরকারি আদেশ অমান্য করায় ২০ জনকে ৭৬ হাজার ২০০ টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

হিলিতে করোনা প্রতিরোধে সব কিছু বন্ধ। এ সময়ে সরকারি আদেশ অমান্য করায় ২০ জনকে ৭৬ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও  আব্দুর রাফিউল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও আব্দুর রাফিউল ইসলাম জানান, হোম কোয়ারেন্টাইন না মানা, সরকারি আদেশ আমান্য ও দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সেবন করতে আসায় মোট ১২টি মামলায় ২০ জনের কাছ থেকে ৭৬ হাজার ২শ’টাকা আদায় করা হয়েছে। এ সময় হাকিমপুর থানা ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ ও আনসার সদস্য নিয়ে গড়া দল চেকপোস্ট বসিয়ে দণ্ডপ্রাপ্তদের উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করেন।