• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

ছেলেকে খুন করে বাবার আত্মহত্যা, থানায় দুই মামলা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

রাজধানীর শেরেবাংলা নগর মোল্লাপাড়া এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে মশিউর রহমান ও তার ছেলে কলেজছাত্র সাদাবের লাশ উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এই মামলায় বাদী হচ্ছেন নিহত মশিউর রহমানের স্ত্রী মজিদা খাতুন ডলি।

সোমবার (৮ এপ্রিল) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল রোববার সন্ধ্যার পরে মোল্লাপাড়া একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে বাবা-ছেলে লাশ উদ্ধারের ঘটনায় মশিউরের স্ত্রী মজিদা খাতুন ডলি নিজে বাদী হয়ে থানায় দুটি মামলা করেন। একটি হচ্ছে হত্যা মামলা অপরটি হচ্ছে অপমৃত্যু মামলা।

ওসি বলেন, ঘটনার প্রাথমিক বিশ্লেষণ করে জানা যায়, মশিউর তার নিজের সন্তানকে শ্বাসরোধ করে হত্যা পরে নিজে আত্মহত্যা করেছেন। এই কারণেই একটি অপমৃত্যু মামলা ও একটি হত্যা মামলা হয়েছে। হত্যা মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। ঘটনার সময় মশিউর তার আরেক সন্তান স্কুলছাত্রী সিনথিয়াকে হত্যার চেষ্টা করেছিল। সিনথিয়া বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।  

এদিকে শহীদ সোহরাওয়ার্দী  হাসপাতাল মর্গ থেকে একটি সূত্র জানায়, দুপুরের দিকে বাবা-ছেলের উভয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে বিকালের দিকে মর্গ থেকে দুইজনের লাশ স্বজনরা বুঝে নেয়।