• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

মোটরসাইকেল পেলেন ৫৭০ সমাজসেবা কর্মকর্তা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

তৃণমূল পর্যায়ে ৫৭০ জন সমাজসেবা কর্মকর্তা মোটরসাইকেল পেয়েছেন। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের এক অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। প্রান্তিক পর্যায়ে সামাজিক সুরক্ষা সেবা মানুষের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দিতে ‘ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম)’ প্রকল্প থেকে এসব মোটরসাইকেল দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এক কোটির অধিক ভাতাভোগী ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ভাতা পাওয়ায় তাদের ভোগান্তি দূর হয়েছে।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু, মন্ত্রণালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম, প্রকল্প পরিচালক খুরশিদ আলম চৌধুরী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখা বাড়ানো হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষকে দ্রুত সেবা দিতে সমাজসেবা কর্মকর্তাদের মোটরসাইকেল দেয়া হয়েছে। এটি সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরো বেগবান করবে।