• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতের প্রজাতন্ত্র দিবসে বিজিবি-বিএসএফ’র মিষ্টি দিয়ে শুভেচ্ছা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস মিয়া এবং বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর আরকে বালেরাও একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।

বিএসএফ জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ বিভিন্ন ক্যাম্পের জন্য ৬ প্যাকেট মিষ্টি উপহার দেন। আর বিজিবি ৭ প্যাকেট মিষ্টি উপহার দেয়।হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর আরকে বালেরাও বলেন, ‘আজ  (রবিবার) আমাদের ৭১তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। দু’পক্ষের মধ্যে যাতে সম্পর্ক আরও বৃদ্ধি পায় সেজন্য মিষ্টি উপহার দেওয়া হয়ে থাকে।’
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস মিয়া বলেন,  ‘ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও তাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তে বিজিবি ও বিএসএফের মাঝে সব সময় যেন সুসম্পর্ক থাকে সেজন্য দু’দেশের জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।’