• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বজ্রপাত ঠেকাতে তালের বীজ রোপণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১  

বজ্রপাত থেকে রক্ষা পেতে মাদারীপুরের বিভিন্ন স্থানে তালের বীজ রোপণ করা হয়েছে। এরই ধারাবহিকতায় শুক্রবার সকালে কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া ব্লকে একশ' তালের বীজ রোপণ করা হয়।

‘তালের চারা রোপণ করুন, বজ্রপাত থেকে দুরে থাকুন’ এই শ্লোগানকে ধারণ করে মাদারীপুরের অর্ধলক্ষ তালের বীজ বপন করা হবে। কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাসের উদ্যোগে বজ্রপাত ঠেকাতে কালকিনি উপজেলায় প্রায় দশ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও এসএপিপিও বখতিয়ার উদ্দিন শিকদার প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রতিবছর দুইশ' মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। সম্প্রতি দেশে বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় নিয়ে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে গণ্য করছে সরকার। বজ্রপাত নিরোধে তাল গাছ সুফলতা পেয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ গাছ। দীর্ঘজীবী তাল গাছ প্রায় একশ’ বছর বাঁচে।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, বজ্রপতারে হাত থেকে রক্ষা পেতে তাল বীজ বপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কালকিনি উপজেলায় তালের বীজ বপন করা হয়েছে। অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচি চলমান রয়েছে।