• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে করোনাকে জয় করে বাড়ি ফিরলেন আরো ৮ জন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ মে ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে বুধবার দুপুরে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। তাদের আরো ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ৮ জন বুধবার সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ্য হওয়ার মধ্যে শিবচরে ৬ জন, সদর উপজেলায় ১ জন ও রাজৈর উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত ৫৩ জনের মধ্যে ৩৭ জন সুস্থ্য হয়েছেন। দুইজন মারা গেছেন। বাকি ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১০, শিবচর উপজেলা ২৪, রাজৈর উপজেলা ১৮ ও কালকিনি উপজেলায় ১ জন।
জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, ‘শিবচরে চিকিৎসক মাহামুদার পরিবার এখন সুস্থ। যদিও তার স্বামী আরও আগে সুস্থ্য হয়েছে। আজ (বুধবার) সুস্থ হয়েছে মাহামুদা ও তার মেয়ে। তবে তারা আরো ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে। এরপর তারা আবার সাধারণ কর্মজীবনে ফিরে আসতে পারবে।’
তিনি আরো বলেন, মঙ্গলবার জেলায় ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ৫ জনই নারী। বাকি তিনজন পুরুষ। গত ২৪ ঘন্টায় জেলার রাজৈর উপজেলায় নতুন এক নারী করোনায় শনাক্ত হলে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩ জন। মারা গেছেন দুজন। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন।