• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী ও পাঞ্জাবী আগৈলঝাড়ায় বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শাড়ী, পাঞ্জাবি ও থ্রী পিচ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ৮ এপ্রিল বিকেলে উপজেলা সদরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে উপজেলার ৫টি ইউনিয়নের হত দরিদ্র ২৩১ জন পরিবারের মাঝে শাড়ী, পাঞ্জাবি ও থ্রী পিচ বিতরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোশারফ হোসাইন প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, প্রধানমন্ত্রী দরিদ্র মানুষের কথা চিন্তা করে তাদের ঈদ উপলক্ষে সহযোগীতা করছে। এছাড়াও দরিদ্রের জন্য সরকার থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। যাতে দরিদ্র মানুষের ঈদ উদযাপনে কষ্ট না হয়।