• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ভোলায় শপথ নিলেন তিন ইউপি চেয়ারম্যান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪  

ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল)দুপুর  সাড়ে  ১২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আরিফুজ্জামান নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এরা হলেন চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন রাসেল, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আমানত উল্ল্যাহ আলমগীর,মনপুরা উপজেলার নবগঠিত ইউনিয়ন কলাতলি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার । 

শপথ অনুষ্ঠানে ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ কায়সার খসরু সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো.আবদুল মমিন টুলু ওঅতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন।

শপথ অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলেন, ইউনিয়নের প্রতিটি জনগনের কাছে সরকারি সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে হবে। ইউনিয়ন থেকে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল ধরনের অপরাধ দমনে কাজ করতে হবে। তাহলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে মানুষের প্রত্যাশা পুরণ হবে।

শপথ বাক্যপাঠের পরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের  পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা  জানানো হয়।

গত ৯ মার্চ ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ও মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন ও নব গঠিত কলাতলী  ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ তিনটি ইউনিয়নেই কোন ধরনের দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।