• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজার চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ মে ২০২০  

 

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সাধারণ ছুটির আওতায় দেশের পুঁজিবাজারও ছুটিতে রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্বের অধীনে প্রথম কমিশন আজ (২৮ মে) অনুষ্ঠিত হবে। এ সভায় শেয়ারবাজারে লেনদেন চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিএসইসির চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ায় গত ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য নিয়োগ দেয় সরকার। আর ২০ মে কমিশনার হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ পান একই বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ড. মিজানুর রহমান ও ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

করোনা ভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় ধরে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। এ কারণে শেয়ারবাজারেও দুই মাসের বেশি সময় ধরে লেনদেন বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নেতৃত্বাধীন কমিশন বৈঠকে বসছেন।

এ কমিশন সভায় মূল এজেন্ডা হিসেবে থাকছে শেয়ারবাজারে লেনদেন চালু করার বিষয়টি। সরকার সাধারণ ছুটির মেয়াদ না বাড়ানোয় স্বাভাবিক নিয়মেই ৩১ মে থেকে শেয়ারবাজারে লেনদেন আবার চালুর সম্ভাবনা রয়েছে। কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।