• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল এর এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১২। রোববার (২৮ জুন) র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখে করেন দীর্ঘদিন ধরে কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় আমজাদ আলী জঙ্গি সংগঠন আল্লাহর দলের সাথে সম্পৃক্ত ছিলো এবং সে সদস্য সংখ্যা বাড়ানোর কাজ করত। এসব তথ্য জানার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং এর সত্যতা পায়। শনিবার (২৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার সদর থানাধীন হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমজাদ আলীকে গ্রেফতার করা হয়।

সে নতুন সদস্য সংগ্রহ, দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় করত সে। এছাড়াও আল্লাহর দল এর সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে তিনি সকল সদস্যদের নিয়ে নিয়মিত আলোচনা সভা করত সে।

এসময় তার কাছ থেকে ৪টি উগ্রবাদী বই, ১৩টি উগ্রবাদী লিফলেট, ১টি মোবাইল ফোন, ১টি সিম এবং নগদ ১৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়।