• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

তানজিমের চোটের কারণে দলে হাসান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেটে আগমনের বার্তা দিয়েছেন বেশ জোরেশোরেই। প্রতিপক্ষও সমীহ জাগানোর মতোই। ভারতের বিপক্ষে অভিষেকের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড। তবে সিনিয়র ক্যারিয়ারের দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়তে হয়ে হয়েছে তাকে।

গতকাল শুক্রবারই জানা যায়, চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডের জন্য দলে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ। ১৫ জনের দলটা পরিণত হয়েছে ১৬ জনে। কিন্তু ঠিক কেন সিরিজের মাঝপথে হাসানকে আনা হয়েছে তা স্পষ্ট ছিল না। পরবর্তীতে জানা গেল, পেসার তানজিম সাকিবের অনুপস্থিতিতেই সিরিজে জায়গা করে নিয়েছেন হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। একটি জাতীয় দৈনিককে তিনি জানান, 'তানজিম সাকিবের একটা চোট আছে। এটা গ্রোইন (কুঁচকির) চোট। আমরা আগামীকাল দেখব। তারপর একটা সিদ্ধান্ত নেব।'


এর আগে, নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে এশিয়া কাপের দলে থাকা তিন পেসার হাসান, তাসকিন ও শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়। বিসিবির বিশ্বকাপ ভাবনায় আছেন এই তিন পেসার। মূলত বিশ্বকাপের আগে ক্লান্তি এবং ইনজুরির ঝুঁকি এড়াতেই কিউইদের বিপক্ষে সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের। কিন্তু হাসানের বিশ্রামটা বেশি লম্বা হলো না।

তানজিম সাকিবের এই ইনজুরি বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তা হয়েই ধরা দেবে। এশিয়া কাপের আগে বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েন দলের নির্ভরযোগ্য পেসার ইবাদত হোসেন। তার জায়গায় বদলি হিসেবে নেওয়া হয় তানজিমকে। শুরুটাও হয়েছিল আশা জাগানোর মতোই। ভারতের বিপক্ষে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেট না পেলেও আঁটসাঁট বোলিংয়ে নজর করেছেন ২০ বছর বয়েসী এই তারকা।