• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

মিরপুরে বৃষ্টি, খেলা বন্ধ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। যেখানে আগে মাঠে নেমে সাবধানী ব্যাট শুরু করে কিউইরা। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফিন অ্যালেন ও উইল ইয়ং।

শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন দুই কিউই ওপেনার। যার ফলে ব্ল্যাকক্যাপসদের স্কোরবোর্ডে রানের গতি কিছুটা ধীর ছিল। এদিকে ইনিংসের পঞ্চম ওভারে বৃষ্টি শুরু হয়ে যায়। যার ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

এ ম্যাচে ইনজুরি সমস্যা কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চাঁদ বোয়েস, উইল ইয়ং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, কাইল জেমিসন, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।