• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় শেষ আর্জেন্টিনা ম্যাচের টিকিট

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২  

কাতার বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই খেলতে এসেছে আর্জেন্টিনা। মাঠে নামার আগেই আরো একবার সেটা প্রমাণ পাওয়া গেল। মূল ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট। তাও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে!

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে আজ বুধবার মাঠে নামবে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটির বিপক্ষেই খেলতে নামবেন মেসি-ডি মারিয়ারা। এ ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের ভেতর আগ্রহের কমতি নেই। তারই ধারায় ম্যাচের আগেই সব টিকিট বুক করে ফেলেছেন তারা।

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট শেষ হওয়া প্রসঙ্গে দুবাইয়ের অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে। এছাড়া আলবিসেলেস্তেদের অনুশীলন দেখতেও দর্শকের উপচেপড়া ভিড় ছিল।

ঐদিকে আবুধাবিকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে বেছে নেয়ায় মেসিদের উপর বেজায় খুশি আরব আমিরাতের স্পোর্টস কাউন্সিল। আমিরাত স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আরেফ আল আওয়ানি জানিয়েছেন, আর্জেন্টিনার মতো দল বিশ্বকাপের শেষ প্রস্তুতির মঞ্চ হিসেবে আবুধাবিকে বেছে নেয়ায় তারা বেশ খুশি।

আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্ততি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।  প্রস্তুতি ম্যাচ খেলতে কোচ লিওনেল স্ক্যালোনির সঙ্গে দলের বেশিরভাগ খেলোয়াড় আগেই পাড়ি দিয়েছেন আরব আমিরাতে। সোমবার তাদের সঙ্গে যোগ দেন দলের প্রাণভোমরা লিওনেল মেসিও।

২১ নভেম্বর বিশ্বকাপের আসর শুরু হলেও ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা মাঠে নামবে ২২ নভেম্বর। এদিন কাতারের লুসাইল স্টেডিয়ামে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সৌদি আরব। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।