• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

রেকর্ড গড়ে মেসির সপ্তম পিচিচি ট্রফি জয়

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

রোনালদো চলে যাবার পর লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি ট্রফিটা রীতিমত ব্যক্তিগত সম্পদে পরিণত করেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। এ মৌসুমে ২৫ গোল করে টানা চতুর্থ ও ক্যারিয়ারে সপ্তম বারের মতো এই পুরষ্কার জিতলেন তিনি।

‌এবারের লা লিগা প্রত্যাশামাফিক কাটেনি গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনার। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়নরা এবার শিরোপা খুইয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। তবে নিজের কাজটা ঠিকই করে গেছেন মেসি। গোল করেছেন ২৫টি। একই সঙ্গে তারা ২১ অ্যাসিস্ট জন্ম দিয়েছে নতুন রেকর্ডের। লা লিগার শেষ ম্যাচে আনসু ফাতিকে দিয়ে গোল করিয়ে যার জন্ম দেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিলো তারই সাবেক সতীর্থ জাভি হার্নান্দেসের।

লা লিগায় আলাভেসের মাঠ থেকে ৫-০ গোলে জিতে আসা ম্যাচে মেসি করেছেন জোড়া গোল, করিয়েছেন একটি। এসিস্ট দিয়ে ম্যাচ শুরু করা মেসি পরে করেন জোড়া গোল। যার ফলে লিগে তার গোলসংখ্যা হয় ২৫, যা কি না নিকট প্রতিদ্বন্দ্বী করিম বেনজেমার চেয়ে ৪টি বেশি।

লা লিগার ইতিহাসে টানা চার মৌসুমে পিচিচি ট্রফি জেতার রেকর্ড রয়েছে রিয়ালের দুই কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানো এবং হুগো সানচেজের। সর্বপ্রথম ১৯৫৫-৫৬ মৌসুম থেকে চার আসরে পিচিচি জেতার রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি স্টেফানো। পরে এই রেকর্ডে ভাগ বসান মেক্সিকোর সাবেক স্ট্রাইকার হুগো সানচেস। ১৯৮৪-৮৫ মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং পরের তিন আসরে রিয়াল মাদ্রিদের হয়ে পিচিচি জেতেন তিনি