• বুধবার ০৭ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

মাদারীপুর দর্পন

যে কারণে বেশিরভাগ ‘এসির’ রং হয় সাদা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ঘরের যেকোনো জিনিস কেনার সময় রং নিয়ে বাধে বাকযুদ্ধ বা মনোমালিন্য! তবে এসির বেলায় যা খুবই কম। এর কারণ এসির রং বেশিরভাগই হয় সাদা। বিশেষ করে আউটডোর ইউনিট সব সময় সাদা রঙেরই হয়।
তবে কেন এসির রং বেশিরভাগ সময় সাদা হয় জানেন কি? কোনো মনগড়া কারণে নয়, এর পেছনে আছে যথেষ্ট বৈজ্ঞানিক যুক্তি। চলুন জেনে নেওয়া যাক সেসব-

আসলে সাদা রং হিট রিফ্লেক্ট করে। এসির সাদা রং আশপাশের তাপ শোষণ করে না। ফলে এসির ভেতরে কম্প্রেসার গরম হলেও সমস্যা হয় না। এছাড়া আউটডোর ইউনিট বেশিরভাগ জায়গায় রোদে থাকে। ফলে সেটি সাদা ছাড়া অন্য রঙের হলে বেশি তাপে সমস্যা হতে পারে।

এসির আউটডোর ইউনিট সরাসরি রোদে রাখা উচিত নয়। এতে ইউনিট তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া রোদ থাকলে মেশিন ঠান্ডা হতে বেশি শক্তি প্রয়োজন হয়। ফলে বিদ্যুৎ বিলও বেশি আসতে পারে। এমনকি সাদা এসিগুলো পরিষ্কার করা সহজ এবং এগুলো অন্য রঙের তুলনায় বেশি টেকসই হয়।